কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ডিলার এবং কৃষক পর্যায়ে ডিএপি সারের মূল্য প্রতিকেজি ৯ টাকা করে কমানো হচ্ছে। এতে কৃষক পর্যায়ে ডিএপি সারের সর্বোচ্চ খুচরা মূল্য ২৫ টাকা থেকে কমে হবে ১৬ টাকা। ডিলার পর্যায়ে প্রতি ২৩ টাকা থেকে কমে হবে ১৪ টাকা। শিগগিরই এটি কার্যকর হবে বলে জানান তিনি।<br />বিস্তারিত- https://www.jagonews24.com/national/news/543840 <br /><br />#কৃষক <br />#ডিএপি<br />#ডিলার